আপনার কেমন লাগে যখন হঠা ৎ দেখেন আপনার সাধের ফেবুতে ফটো ভেরিফিকশন চাচ্ছে কিন্তু আপনি কিছুতেই আপনার আইডি রিকভার করতে পারছেন না?নিশ্চয়ই নিচের ছবির মতন অবস্থা হয়!!!
আমার দুইবার এরকম হয়েসিল এবং এই পদ্ধতি আগে জানা না থাকায় নতুন করে একাউন্ট খুলতে হয়!!!
আজকে একটা দারুণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার ID কে ফিরিয়ে দিবেই ।
এটি এমন একটা পদ্ধতি যার মাধ্যেমে আইডি
ঠিক হবেই।যদিও এটি অনেক ঝামেলাপূর্ণ এবং সময় বহুল।
একটু ঝামেলা করে যদি একটা প্রিয় আইডি ঠিক করা যায় তবে তাতে ক্ষতি কি?
যাই হোক এবার কাজের কথায় আসি।
ভেরিফিকেশ করতে প্রয়োজনীয়ঃ
পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো খাতায় লিখে রাখুন। একবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করার পর কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। এবং উপরে উল্লেখিত নিয়মে খাতায় সব লিখে রাখুন।
এভাবে চেষ্টা করতে থাকলে দেখবে যে ফেসবুক আবার সেই পূর্বের ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের দেয়া লোকের নাম এবং খাতায় লেখা লোকের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন যে, একটা অথবা দুইটা নাম খাতা এবং ফেসবুকের সাথে মিল আছে। খাতায় লেখা বাকী নামগুলোতে অন্যা লো নাম
আসছে। এখানেই আপনি ধরতে পারবেন আসল লোকটাকে।
পোস্টটি কেমন লাগল কমেন্টে জানাবেন,
বিঃ দ্রঃ এটা ফেবু থেকে নেয়া।যিনি এটা বের করেছেন তর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার দুইবার এরকম হয়েসিল এবং এই পদ্ধতি আগে জানা না থাকায় নতুন করে একাউন্ট খুলতে হয়!!!
আজকে একটা দারুণ পদ্ধতি নিয়ে আলোচনা করব যা আপনার ID কে ফিরিয়ে দিবেই ।
এটি এমন একটা পদ্ধতি যার মাধ্যেমে আইডি
ঠিক হবেই।যদিও এটি অনেক ঝামেলাপূর্ণ এবং সময় বহুল।
একটু ঝামেলা করে যদি একটা প্রিয় আইডি ঠিক করা যায় তবে তাতে ক্ষতি কি?
যাই হোক এবার কাজের কথায় আসি।
ভেরিফিকেশ করতে প্রয়োজনীয়ঃ
- আপনার মোবাইল।
- একটি সাদা খাতা।
- একটি কলম।
কার্যপদ্ধতিঃ
ক্যাপচা এন্ট্রি তে যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন।ধরুন ধানের ক্ষেতে একটি কাকতাড়ুয়ার একটি ছবি এসেছে।আপনি খাতায় লিখুন""ধানের মাঠে কাকতাড়ুয়া""। এরপর এরপাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন।
এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো খাতায় লিখে রাখুন। একবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করার পর কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন। এবং উপরে উল্লেখিত নিয়মে খাতায় সব লিখে রাখুন।
এভাবে চেষ্টা করতে থাকলে দেখবে যে ফেসবুক আবার সেই পূর্বের ছবিগুলোই দিচ্ছে। ফেসবুকের দেয়া লোকের নাম এবং খাতায় লেখা লোকের নামের দিকে তাকালেই বুঝতে পারবেন যে, একটা অথবা দুইটা নাম খাতা এবং ফেসবুকের সাথে মিল আছে। খাতায় লেখা বাকী নামগুলোতে অন্যা লো নাম
আসছে। এখানেই আপনি ধরতে পারবেন আসল লোকটাকে।
পোস্টটি কেমন লাগল কমেন্টে জানাবেন,
বিঃ দ্রঃ এটা ফেবু থেকে নেয়া।যিনি এটা বের করেছেন তর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
easy earn just visit http://facebookmake-money.blogspot.com/
ReplyDeleteখুব কাজের টপিক। ধন্যবাদ শেয়ার করার জন্য। আসলে প্রত্যেকের সচেতন হওয়া উচিত ।আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে আমার বিশ্বাস । এর আগেও একটা টিপস্ পেয়েছিলা এই টিপসইটও অনেক উপকারী। যার দরকার হবে দেখতে পারেন। আবারো লেখককে ধন্যবাদ না দিয়ে পারছি না। তবে এরকম আরো একটি লেখা পড়েছিলাম ।। http://muktomoncho.com/archives/562
ReplyDeleteভালো লেগেছে,
ReplyDeleteএই লিংকে একটি ভিডিও আছে দেখে নিতে পারেন। আশা করি ফেসবুক ফটোভেরিফিকেশন সমস্যা থেকে বেঁচে যাবেন।
https://youtu.be/58A-Zr70kOA