মোবাইল অপেরা মিনিতে কিভাবে ফেসবুকে বাংলা ফন্ট এনাবল করতে হয়।

মোবাইল অপেরা মিনিতে কিভাবে ফেসবুকে বাংলা ফন্ট  এনাবল করতে হয়।
এটা হয়ত ১০০ জনের মধ্যে ৯৯.৯৯% জনই জানে।তবু  আজকে আপনারদের কে আবার এটা বলে দিব যারা এখন পর্যন্ত জানেন না।



প্রথমত চলুন জানি কিভাবে আপনার মোবাইলের অপেরামিনিতে ফেসবুকে বাংলা লেখা দেখবেন এবং লিখবেন।
প্রথমে আপনি আপনার অপেরা মিনির এড্রেসবারে যান এবং অইখানে শুদু "opera:config"  লিখে ওকে তে প্রেস করুন।
আপনাকে অনেক অপশন দেয়া হবে।
সেখানে থেকে একবারে নিচে চলে যাবেন।অইখানে দেখবেন একটা অপশন আছে  "Use bitmap fonts for complex script"
এটাকে আপনি "No" থেকে "Yes" করে দিন এবং Save এ ক্লিক করুন।

এবার আপনি ফেসবুকে যান অথবা রিলোড করুন।

ব্যাস!!! নাকে তেল দিয়ে এবার বাংলায় ফেসবুক পোস্ট পরুন,দেখুন। 

1 comment:

  1. easy earn just visit http://facebookmake-money.blogspot.com/

    ReplyDelete