ডিলিট হওয়া Blogger Post রিকভার করুন অবিশ্বাস সহজ উপায়ে!!!


ডিলিট হয়ে যাওয়া ব্লগার পোস্ট রিকভার করতে চান...পোষ্টা আপনার জন্যই!!!

 এটা নিঃসন্দেহে হয়ত অনেকের কাছে খুবি গুরুত্তপুর্ন পোস্ট তাই সবাইকে পড়ার আহ্বান রইল।হয়ত আপনার  কোনদিন কাজে দিতে পারে।

 আমরা অনেকে ব্লগিং করি।এরকম অনেক পোস্ট আছে যা খুভি দরকারি।কিন্তু মাঝে মাঝে অসাবধানতা বা খামখেয়ালির জন্য আমরা আমাদের পোস্ট ডিলিট করে ফেলি বা এক্সিডেন্টলি ডিলিট
হয়ে যায়।
তখন আমাদের মাথায় হাত যায়।


তবে পোস্ট ডিলিট হওার পর আপনি যদি আপনার ক্যাচ,হিস্টোরি কুকিজ ডিলিট  না করেন তাইলে আপনি সহজেই আপনার ডিলিট হওয়া পোস্ট  রিকভার করতে পারবেন।


কি বিশ্বাস হচ্ছেনা??


আমি নিজে আমার ভার্চুয়াল জগতের এক ছোট ভাইয়ের ডিলিট হওয়া পোস্ট রিকভার করে দিয়েছি।

আমি তা দিয়ে আপনাদের কে দেখাব কিভাবে পোস্ট রিকভের করতে হয়।

পোস্ট ডিলিট হওয়ার সাথে সাথে আপনি আপনার পোস্ট রিকভার করার ট্রাই করবেন নয়ত পরে তা রিকভার করা আপনার জন্য কষ্টকর হয়ে যেতে পারে। 


চলুন তাইলে কথা না বাড়িয়ে জানি কিভাবে ডিলিট  হওয়া পোস্ট রিকভার করতে হয়.........


এই লিঙ্কটা ডিলিট হওয়া পোস্ট-মনে করুন এইটা আপনার ব্লগের ডিলিট হওয়া পোস্ট -  http://neobuxbangla.blogspot.com/p/ptc.html

এবার আপনি নিচের  লিঙ্কটা  ভাল করে দেখেন।
http://webcache.googleusercontent.com/search?q=cache:http://neobuxbangla.blogspot.com/p/ptc.html

এবার  http://neobuxbangla.blogspot.com/p/ptc.html এর জায়গায় আপনার ডিলিট হওয়া পোস্ট এর লিঙ্ক দিন।
এবার কপি করে তা এড্রেসবারে পেস্ট করে দিয়ে এন্টার চাপুন।

দেখবেন আপনার ডিলিট হওয়া পোস্ট চলে আসছে।
কেমন লাগল দয়া করে জানাবেন যাতে আমি আপনাদের আরও গুরুত্বপূর্ণ টিপস দিতে পারি।
ধন্যবাদ।


2 comments:

  1. easy earn just visit http://facebookmake-money.blogspot.com/

    ReplyDelete
  2. ভাই আমার অনেক গুলো একবারে গেছে

    ReplyDelete